ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
টেকনাফে ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কক্সবাজার: জেলার টেকনাফের সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে এক অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান সাবরাং জিন্নাহখাল দিয়ে টেকনাফে ঢুকবে- গোপন সূত্রে এমন খবর পেয়ে সাবরাং বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় টহলদল একটি ইঞ্জিনের নৌকায় করে চার ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে। গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় করে দ্রুত সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া দু’টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবির অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।