ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গ্রিল কেটে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ২ লাখ টাকা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ফেব্রুয়ারি ৬, ২০২৪
গ্রিল কেটে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ২ লাখ টাকা চুরি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের গ্রিল কেটে ১ লাখ ৯৪ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এই সংক্রান্ত বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

অভিযোগে বলা হয়েছে, সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় গ্রিল কেটে ও তালা ভেঙে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষ ও হিসাব রক্ষকের কক্ষে প্রবেশ করে চোর। সিসি ফুটেজে দেখা যায়, এক যুবক হিসাব রক্ষকের স্টিলের আলমারির লক ভেঙে নগদ টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়েন। মুঙ্গলবার সকালে হাসপাতালে এসে পরিচ্ছন্নকর্মী জসিম উদ্দিন ও ইসমাইল হোসেন চুরি ঘটনার আলামত দেখতে পান। পরে চুরি বিষয়টি হাজীগঞ্জ থানাকে জানানো হয়।  

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সিসি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।  

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা জানান, গ্রিল কেটে নগদ টাকা চুরি হয়েছে। তবে ওই টাকা হাসপাতালের নয়। এটা হাসপাতালের সহকারী হিসাবরক্ষক হাফিজুর রহমানের ব্যক্তিগত টাকা। তবে হাসপাতালে তেমন কিছু খোয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।