ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মেহেরপুরে হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

মেহেরপুর: মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ গ্রাম হেরোইনসহ রিয়াজ উদ্দিন (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাংনীর ধলা পুলিশ ক্যাম্প।

রোববার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মাদকের অভিযোগে একাধিক মামলা আছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, মজির উদ্দিনের বাড়ির পাশে হেরোইন বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার রিয়জ উদ্দিন এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানোর কথা আছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।