ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ার মেঘনা নদীতে ৪২০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
হাতিয়ার মেঘনা নদীতে ৪২০ মণ জাটকা জব্দ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০) মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে ১৬ জনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।  

এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার ঢালচর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেডে অভিযান চালানো হয়। বাল্কহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থ জনগণের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া আটক ১৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।