ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁদপুর-লাকসাম সীমান্তে তেলবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
চাঁদপুর-লাকসাম সীমান্তে তেলবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

চাঁদপুর: চাঁদপুর-লাকসাম রেলপথের চিতোষী এলাকায়  তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় বগিগুলো লাইনচ্যুত হওয়ার পর থেকে চাঁদপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।



তবে এ ঘটনায় কেউ হতাহত খবর পাওয়া যায়নি। লাইনচ্যুতির কারণ জানা যায়নি।

রেল যোগাযোগ স্বাভাবিক হতে সোমবার দুপুর পর্যন্ত লাগতে পারে বলে জানা গেছে।

লাইনচ্যুত বগিগুলো হচ্ছে- ৪৯৭৮০, ৪৯৬১০, ৪৯৬১২, ৪৯৬৮৪।

এবিষয়ে চাঁদপুর চিতোষী রোড স্টেশন মাস্টার তপন কুমার মিত্র বাংলানিউজকে জানান, লাকসাম থেকে  তেল নিয়ে চাঁদপুর আসার পথে চিতোষী এলাকায়  তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

রোববার দিনগত রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

তিনি জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সোমবার দুপুর পর্যন্ত লেগে যেতে পারে।

এদিকে, সারাদেশ থেকে আসা চাঁদপুরের যাত্রীরা বগির লাইনচ্যুতির খবর শুনে কুমিল্লা ও লাকসামে নেমে যাচ্ছেন।

তারা বিভিন্ন যানবাহনে করে চাঁদপুরে আসছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।