ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, জানুয়ারি ১৯, ২০২৪
পাকুন্দিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকচাপায় হাবিব রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের ছোট আজলদী নোভা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিব উপজেলার নারান্দী-পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে করে আজলদী বাজারে যাচ্ছিলেন হাবিব। পথে ছোট আজলদী নোভা ইটভাটা এলাকায় এলে একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ