ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আ. রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
বীর মুক্তিযোদ্ধা আ. রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপার উপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন। এ সময় বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর মিয়াসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ হাওলাদার বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।