ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
বান্দরবানে খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

বান্দরবান: বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গাছের খুঁটির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকার শাহবাগ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন শাহবাগ পাড়ার বাসিন্দা ছেলে।

জানা যায় , আনোয়ার হোসেন সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে মহসিনের তামাক ক্ষেতের তুন্দুল ঘর ( চুলা) নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এ সময় তুন্দুল নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেন চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে দ্রুত উদ্ধার করে পাশের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম শেখ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।