ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, জানুয়ারি ১৭, ২০২৪
বরিশালে গাঁজাসহ আটক ১

বরিশাল: বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা থেকে তিন কেজি গাঁজাসহ মোনতাজউদ্দিন মোশারফ (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) অভিযান পরিচালনা করে তাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক মোশারফ কুমিল্লার দাউকান্দি থানার কলাসোনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর দক্ষিণ আলেকান্দর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বস্তাবন্দি তিন কেজি গাঁজাসহ মোশারফকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।