ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
জামালপুরে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর: জামালপুর সদর উপজেলার কোজগড় এলাকায় পাওয়া মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় কোজগড় থেকে ৫০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

 

এর আগে সোমবার (০৮ জানুয়ারি) রাতে কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় শেলটির পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।  

ঘটনাস্থল থেকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস বলেন, সোমবার কোজগড় মোড়ে পাওয়া মর্টারশেলটি মঙ্গলবার সকালে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। ব্রিটিশ এ মর্টারশেলটি এন্টি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টারশেল। ১৯৭১ সালে ব্যবহৃত হতো। তবে এ শেলটি কীভাবে এখানে এলো, তা তদন্ত করে জানানো যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।