ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তদন্ত টিমের কাছে ট্রেন দুর্ঘটনার বর্ণনা দিলেন চালক-গার্ড-কর্মচারীরা

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
তদন্ত টিমের কাছে ট্রেন দুর্ঘটনার বর্ণনা দিলেন চালক-গার্ড-কর্মচারীরা

সিরাজগঞ্জ: তদন্ত টিমের কাছে সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার বর্ণনা দিলেন দুর্ঘটনা কবলিত ট্রেনটির চালক আছির উদ্দিন, সহকারী চালক রাজ গোবিন্দ ও গার্ড আনোয়ার হোসেনসহ রেল-বিভাগের ১৫ কর্মকর্তা-কর্মচারী।

শনিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।



এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী উপস্থিত ছিলেন।

সাক্ষ্যদাতাদের  মধ্যে আরও ছিলেন- বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের স্টেশন মাস্টার মহিবুল ইসলাম, জামতৈল স্টেশন মাস্টার আকবর হোসেন, সয়দাবাদের মুলিবাড়ি রেল ক্রসিং এর গেট কিপার হিরামন লাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী দারোগা গোলাম তৌহিদ, কনস্টেবল মো. শহিদুল ইসলাম, মো. কাশেম আলী, মো. আব্দুল আজিজ, মো. তোফাজ্জল হোসেন ও মো. শফিকুল ইসলামসহ ওই গাড়ির বুফে কারের বাবুর্চি ও বয়রা।

তারা সবাই একে একে  দুর্ঘটনা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিবরণ দেন।

সাক্ষ্য প্রদান শেষে দুপুরে পার্বতীপুরের উদ্দেশে রওয়ানা হন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad