ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ময়মনসিংহে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় আটক ৫

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইল উপজেলায় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৬ ডিসেম্বর) সকালে তাদের আটক কর হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।  

আটকরা হল- নান্দাইল উপজেলা থেকে মো. মতিউর রহমান উজ্জ্বল (৪৫), মো. সোহেল (৪০), আ. কাইয়ুম মজনু (৫০)।  

এছাড়াও একই কারণে গফরগাঁও থেকে আরিফুল ইসলাম (২৪) ও সাব্বির আহমেদ (২০) নামে দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।