ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে গভীর রাতে মহাসড়কে ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, জানুয়ারি ৬, ২০২৪
সিলেটে গভীর রাতে মহাসড়কে ট্রাকে আগুন

সিলেট: জেলায় গভীর রাতে মহাসড়কে এক ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৫ জানুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে সিলেটে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।

সিলেট দক্ষিণ সুরমা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জাবেদ আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী একটি ট্রাকে লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।