ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় বাথরুমের ছাদ ধসে ২ নারী পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

সাভার: আশুলিয়ার জামগড়া এলাকায় শুক্রবার একটি বাড়ির বাথরুমের ছাদ ধসে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ববিতা রানী পাল (২২) এবং ঝুমা রানী পাল (২৩)।

ববিতা সাভারের আইপিএস লিমিটেড এবং ঝুমা এসকিউ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

তারা স্থানীয় দুলাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পূজার ছুটিতে তারা বাসায় এসেছিলেন। উভয়ের বাড়িই নেত্রকোনা জেলায় বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বাড়ির বাথরুমটি সেপটিক ট্যাংকের ওপর নির্মিত। সকাল ১১টার দিকে ববিতা এবং ঝুমা গোসল করার সময় হঠাৎ করে বাথরুমের ছাদ ধসে পড়ে। এসময় দু’জনই সেপটিক ট্যাংক ভেঙ্গে ভেতরে পড়ে যান।

খবর পেয়ে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ ছয় ঘন্টা চেষ্টার পর দু’জনের মৃতদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, কংক্রিট কেটে মৃতদেহ উদ্ধার করতে হয়েছে।

প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধারকাজে কিছুটা দেরি হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ছাদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ছাদে অতিরিক্ত ধারণক্ষতার পানির ট্যাংকের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পর থেকে বাড়ির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।