ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৭৭) মারা গেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ২১ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

জানা যায়, উকিল উদ্দিনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। চলতি বছরের ৩০ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।