ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রাতের শেষ ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, ডিসেম্বর ২৩, ২০২৩
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রাতের শেষ ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটের শিডিউলে রাতের শেষ ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা সুজন।

তিনি জানান, অনিবার্য কারণে গত কয়দিন ধরে রাত সাড়ে ১০টার নারায়ণগঞ্জ থেকে ঢাকা ও সাড়ে ৯টার ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলাচলকারী প্রতিদিনের শেষ ট্রেন শিডিউলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে কোনো সময় এটি চালু করা হতে পারে।

জানা গেছে, মূলত রাতের ট্রেনে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।