ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

নির্বাচনে যে আনন্দ করছি, আমার বিয়েতেও এত করিনি: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ডিসেম্বর ২২, ২০২৩
নির্বাচনে যে আনন্দ করছি, আমার বিয়েতেও এত করিনি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আমার এলাকায় উৎসবের সঙ্গে নির্বাচন করছি। এবার নির্বাচনে যে আনন্দ করছি, আমার বিয়েতেও এত করিনি।

আমার বিয়ের আনন্দের চেয়ে নির্বাচনের আনন্দ বেশি। আমরা এভাবেই নির্বাচন করতে চাই।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমার ধারণা মিছিলে যারা আছেন তাদের পরিবারের সদস্যরা এলেই ৫০-৫৫ শতাংশ ভোট পড়বে। আমি মনে করি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ গোপালগঞ্জের চেয়েও স্ট্রং।

তিনি বলেন, রূপগঞ্জে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটি যদি হয়ে থাকে তাহলে তা উচিত হয়নি। ভালো-খারাপ সব জায়গায় আছে। আমি মনে করি জেলা প্রশাসক আছেন, রিটার্নিং অফিসার আছেন, তাদের ব্যবস্থা নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।