ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন চালু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১২
ময়মনসিংহে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন চালু

ময়মনসিংহ: ময়মনসিংহ-জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত রেলপথে ধলেশ্বরী এক্সপ্রেস নামে একটি নতুন ট্রেন চালু করা হয়েছে।

শুক্রবার পৌনে ১২টার দিকে ময়মনসিংহ জংশন রেলস্টেশনে ধলেশ্বরী ট্রেনের উদ্বোধন করেন রেল মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি।



এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু এবং রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা এম সালাহউদ্দিন প্রমুখ।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আলী আহাম্মদ বাংলানিউজকে জানান, ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে প্রতিদিন সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের উদ্দেশে ছাড়বে ট্রেনটি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad