ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
মাগুরায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল

মাগুরা: মাগুরা সদর উপজেলায় চোর সন্দেহে বিক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনিতে কাজল মুন্সী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার ছোনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত কাজল একই উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে।

নিহতের চাচাতো ভাই রমজান আলী বলেন, আমরা শুনেছি পাশের মঘি ইউনিয়নের শেখপাড়ার কহিনুর বিশ্বাসের বাড়িতে চুরি করতে গিয়েছিলেন কাজল। গোয়াল ঘরে তালা কেটে গরু নিয়ে চলে আশার পথে ছোনপুর এলাকায় এলে স্থানীয়দের হাতে ধরা পড়ে কাজল। পরে বিক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডা. অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, গণপিটুনির স্বীকার হয়ে নিহত কাজলের মরদেহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তবে তাকে কে বা কারা হত্যা হত্যা করেছে তা তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।