ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে কমেছে গরুর মাংসের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ফেনীতে কমেছে গরুর মাংসের দাম

ফেনী: ফেনী শহরে গরু মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করেছে পৌরসভা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম কমানোর প্রেক্ষিতে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এ উদ্যোগ নেন।

 

মাংসের খুচরা ও পাইকারি বিক্রেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির সিদ্ধান্তক্রমে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উল্লিখিত দাম ঘোষণা করেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের পৌর হকার্স মার্কেটে গিয়ে দেখা যায় দাম কমায় বেশ উচ্ছ্বসিত ক্রেতারা। দাম বেশি থাকার কারণে যারা এতদিন গুরুর মাংস পাতে তুলতে চাইতো না তারাও আগ্রহী হয়ে উঠছে।  

স্বপন মিয়াজী বলেন, আশপাশের জেলা ও উপজেলা পর্যায়ে যাচাই করে গরু মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি মাংসের মধ্যে ২গগ গ্রামের বেশি হাঁড়-চর্বি দেওয়া যাবেনা। সিদ্ধান্ত অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজ নামের এক বিক্রেতা জানান, নতুন নির্ধারিত এ দামে বিক্রি করলে তাদের লাভ খুব একটা থাকে না। তবুও বিক্রি করতে হচ্ছে।  

এদিকে কয়েকজন ক্রেতা জানান সারাদেশের বিক্রেতারা লাভ করতে পারলে ফেনীর বিক্রেতারা কেন লাভ করতে পারবে না। তারাও লাভ করছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩ 
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।