ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ২ ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
মানিকগঞ্জে ২ ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির  আমিনুর রহমান ও সৈয়দ মিজানুর ইসলাম

মানিকগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলার দুইটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  

রোববার (১০ ডিসেম্বর) সকালে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

 

ইসি কর্তৃক প্রত্যাহারের তালিকায় রয়েছেন- সদ্য যোগ দেওয়া মানিকগঞ্জ সদর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও সিংগাইর থানার ওসি আমিনুর রহমান।  

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুজন সরকার বলেন, আমরা এখনও পর্যন্ত কোনো লিখিত অর্ডার পাইনি। পেলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।