ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ

মো. আমিরুজ্জামান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ

নীলফামারী: কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের নীলফামারীর জনপদ। ফলে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সেই সঙ্গে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় অভাবী ও গরিব মানুষেরা কষ্ট পাচ্ছেন।

রোববার (১০ ডিসেম্বর) ভোর থেকে পুরো জনপদ কুয়াশায় ঢেকে যায়। ১০ ফুট দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। আর রাতে টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে এই জনপদে। গত কয়েকদিনে এখানকার আবহাওয়া মেঘলা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ভোরে কুয়াশায় কুঁকড়ে যায় মানুষ।

কুয়াশার কারণে অনেকে কাজে বের হতে পারেনি। জড়োসড়ো হয়ে বাড়িতে বসে আছেন অনেকে। নদী এলাকায় এই কুয়াশা ভয়াবহ আকার ধারণ করেছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রাত থেকে কুয়াশা পড়ছে এই জনপদে। এতে করে আকাশ পথে প্লেন চলাচলে ও সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তিনি বলেন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।