ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরে গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত প্রায় ৬০টি দোকান উচ্ছেদ করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
মোতাকাব্বির আহমেদ বলেন, জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্মের অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানকালে পাঁচ মামলায় দুলাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এমএমআই/এসআইএস