ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং সর্বশেষ অনলাইন সম্মেলনের প্রধান বক্তাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (৬ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং সর্বশেষ অনলাইন সম্মেলনের প্রধান বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমান সময়ের সবচেয়ে সক্রিয় নেতৃত্বদানকারী।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার এডিসি নিয়তি।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।