ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালুখালীতে ট্রেনের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
কালুখালীতে ট্রেনের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ধাক্কায়  ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।  

সোমবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সূর্যদিয়ার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন কালুখালী জংশন স্টেশনে আসার পথে সূর্যদিয়া অরক্ষিত রেলক্রসিং এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও জিআরপি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।