ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, মালিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
মিরপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, মালিক আহত

ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগে একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে মো. মনসুর (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পীরেরবাগ বোম্বাই গলিতে এ ঘটনা ঘটে।

আহত মনসুর জানান, বোম্বাই গলিতে তার নিজের ভাঙারি ব্যবসার দোকান। গতকাল রাতে একজনের কাছ থেকে কিছু জিনিসপত্র, খালি বোতল কিনে রাখেন। রোববার সকালে দোকান খুলে এরপর সেই মালামাল ভাঙার কাজ করছিলেন। তখনই সেখানে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে মনসুরের ডান হাত মারাত্মকভাবে জখম হয়। এছাড়া তার ডান পায়ের রানে ও হাঁটুর নিচেও জখম হয়েছে। খবর পেয়ে স্বজনরা তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত মনসুরের ধারণা, ভাঙারি মালামালের মধ্যে কোনো একটিতে গ্যাস জমে ছিল। সে কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

মনসুরের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। বর্তমানে তিনি পীরেরবাগ সার্জেন্ট গলিতে পরিবার নিয়ে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির ডান হাতে ও ডান পায়ে আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।