কক্সবাজার: কক্সবাজারের রামুতে অষ্টম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহবায়ক মো. নজিবুল আলম ও সদস্য সচিব ছালামত উল্লাহ।
তারা জানান, এবারের বৃত্তি পরীক্ষায় রামু উপজেলাধীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ১৯৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সেখান থেকে তিনজনকে ট্যালেন্টপুল এবং ১১ ইউনিয়ন থেকে ১১ জনকে ইউনিয়ন ভিত্তিক সাধারন গ্রেডে বৃত্তি দেওয়া হবে।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার ও সাড়ে তিন হাজার নগদ টাকা সাথে ক্রেস্ট ও সার্টিফিকেট একই ভাবে ইউনিয়ন ভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ৩ হাজার নগদ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান তারা।
উল্লেখ্য, রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম’ ৯৫ এর শিক্ষা ট্রাস্টের উদ্যেগে ২০১৪ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বাংরাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, ডিসেম্বর ১, ২০২৩
এসবি/পিডি/টিসি