ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভবনের ছাদ থেকে আদালত প্রাঙ্গণে ককটেল ছোড়া হয়, ধারণা পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ভবনের ছাদ থেকে আদালত প্রাঙ্গণে ককটেল ছোড়া হয়, ধারণা পুলিশের

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আদালত চত্বরে ভবনের ছাদ থেকে ককটেল ছোড়া হয়।

তবু সব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আদালত চত্বরের ভবনের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ মামলার বাদী হবে। এছাড়া ককটেল নিক্ষেপকারী শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগে উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে কাজ করছে।

এর আগে বিকেল ৪টার দিকে বিকট শব্দে আদালত প্রাঙ্গণে ককটেলটি বিস্ফোরিত হয়। রমনা থানার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরপরই ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তখনই পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ঘটনাস্থলে বেষ্টনী দেন। এরপর আলামত সংগ্রহ করা হয়।

আরও পড়ুন: মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ 

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩  
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।