ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাসড়ক থেকে ১০ চাকার ট্রাক চুরি, থানায় অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
মহাসড়ক থেকে ১০ চাকার ট্রাক চুরি, থানায় অভিযোগ ফাইল ফটো

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহাসড়কের ওপর থাকা ১০ চাকার একটি ট্রাক উধাও হয়ে গেছে। এ ঘটনায় চুরির অভিযোগ এনে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার ভজনপুর বাজারে তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক থেকে ট্রাকটি উধাও হয়ে যায়।  

ভুক্তভোগী ট্রাকমালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় এ বিষয়ে একটি জিডিমূলে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ওই ১০ চাকার ট্রাকের চালক বুলবুল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ভজনপুর বাজারের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে (ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩) গাড়িটি রেখে বাড়িতে যান। সোমবার সকাল ৮টার সময় মালিক সমারু ও চালক বুলবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, ট্রাকটি সেখানে নেই। তারা তখন স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন।  

ওই ইউনিয়নের বিভিন্ন স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে বিকেলে তেঁতুলিয়া মডেল থানায় বাদী হয়ে সমারু একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্রাক মালিক সমারু বাংলানিউজকে বলেন, খোঁজাখুঁজির পরও ট্রাকটি পাওয়া যাইনি, এদিকে এখনো খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি। বিষয়টি পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জানানো হয়েছে। সবাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আমি আমার ট্রাক হারানোর বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।