ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে শ্যালা নদীর চরে মিলল ২টি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
সুন্দরবনে শ্যালা নদীর চরে মিলল ২টি মরদেহ

বাগেরহাট: সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় শ্যালা নদীর চর থেকে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।  

সোমবার (২০ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পরে বিকেলে মরদেহ দুটি চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

ধারণা করা হচ্ছে, মরদেহ দুটি দুই যুবকের। তাদের আনুমানিক বয়স ৩০ বছর। একজনের পরনে শার্ট, অপরজনের পরনে লাল চেক টিশার্ট ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার মোর্শেদ।

তিনি বলেন, কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের একটি টহল দল অজ্ঞাতপরিচয় দুজনের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবারের মধ্যে পরিচয় না পেলে  আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের মরদেহ দাফন করা হবে। তবে তার আগে ডিএনএ টেস্টের জন্য মরদেহ দুটি থেকে নমুনা সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।