ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ট্রলার থেকে ৬৭ কেজি গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
চাঁদপুরে ট্রলার থেকে ৬৭ কেজি গাঁজা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কানুদী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রলার থেকে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্টগার্ডের টহল সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) সকালে এ মাদক জব্দ করা হয়।

তবে অভিযান টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লেফটেন্যান্ট ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।  

ফজলুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুরের সদস্যরা কানুদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে ঢাকাগামী ইঞ্জিনচালিত একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড। এ সময় ট্রলারটি ঘাটে ভিড়িয়ে মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যান। পরে ট্রলারটি তল্লাশি করলে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজা পেয়ে জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়। জব্দ গাঁজা ও ট্রলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।