ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, অক্টোবর ২৮, ২০২৩
নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামান (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নিকলী উপজেলা সদরের বর্মন পাড়ায় এ ঘটনা ঘটে।

 

জামান নিকলী উপজেলার বড় পুকুর পাড় গ্রামের আলী হোসেনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিকলী উপজেলা সদরের বর্মন পাড়া এলাকায় একটি চারতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন জামান। এসময় অসাবধানতাবশত ভবনের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারওয়ার জাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।