ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের সহায়তায় ৬৯ লাখ টাকা দেবে জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
রোহিঙ্গাদের সহায়তায় ৬৯ লাখ টাকা দেবে জাপান

ঢাকা: গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়প্রদানকারী স্থানীয়দের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য ছয় দশমিক নয় মিলিয়ন (৬৯ লাখ) টাকা সহায়তা দেবে জাপান।

রোববার (২২ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজিএস সহায়তা প্রকল্পে চলতি বছরে জাপান ৬৪ হাজার ৫০৭ মার্কিন ডলার অনুদান বাড়িয়েছে। সেই অর্থ থেকে বাংলাদেশি এনজিও, বাংলা-জার্মান সম্প্রীতিকে (বিজিএস) প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন টাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ বাবদ সহায়তা করা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি জাপান দূতাবাসে গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য গ্রান্ট কন্ট্রাক্টসয়ে সই করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।