ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিগগিরই কমরেড সালাম হত্যার বিচার হবে: মেনন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১০

নাটোর ও লালপুর প্রতিনিধি: শিগগিরই উত্তরবঙ্গের আখচাষী নেতা কমরেড আব্দুস সালামের খুনিদের বিচারকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি আজ মঙ্গলবার বিকেলে লালপুরে কমরেড আব্দুস সালাম স্মরণসভায় একথা বলেন।



পার্টির লালপুর শাখার সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অতিথির বক্তব্যে মেনন বলেন, মহাজোট সরকার গঠনের পর বঙ্গবন্ধু হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে। এবার কমরেড সালাম হত্যার বিচারকাজ দ্রুত শেষ করা হবে।

১৯৯২ সালের ২২ জুন বিএনপির দুর্বৃত্তরা সালামকে প্রকাশ্যে হত্যা করে উল্লেখ করে তিনি বলেন, ‘এ খুনের মামলায় আটক আত্মস্বীকৃত খুনিদের অবশ্যই শাস্তি পেতে হবে। ’

স্মরণসভায় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।