ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিমসটেকের পরবর্তী মহাসচিব ইন্দ্র মণি পান্ডে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, অক্টোবর ২২, ২০২৩
বিমসটেকের পরবর্তী মহাসচিব ইন্দ্র মণি পান্ডে

ঢাকা: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের-বিমসটেক পরবর্তী মহাসচিব হচ্ছেন ইন্দ্র মণি পান্ডে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইন্দ্র মণি পান্ডে ভারতের ফরেন সার্ভিসের ১৯৯০ ব্যাচের একজন অফিসার। তিনি বর্তমানে জেনেভাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই প্রথম কোনো ভারতীয় বিমসটেকের মহাসচিব পদে অধিষ্ঠিত হবেন। ইন্দ্র মণি পান্ডে শীঘ্রই দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, বিমসটেক বর্তমান মহাসচিব হিসেবে তেনজিন লেকফেল দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।