ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে একরাতে দুই বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আড়াইহাজারে একরাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া এলাকার খোকন মুন্সির বাড়িতে ও প্রভাকরদী গ্রামে ইকবালের বাড়িতে এ ডাকাতি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে ১৫-২০ জনের ডাকাত দল খোকন মুন্সির বাড়ির মেন গেটের তালা কেটে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। শার্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭ হাজার টাকা ও ১৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে পালিয়ে যায়।

অপরদিকে রাত ৩টার সময় প্রভাকরদী এলাকার ইকবালের  বাড়িতে একই কায়দায় হানা দিয়ে ডাকাত দল রুমের ভেতরে প্রবেশ করে ৪ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।