ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় পিলারের নিচে চাপা পড়ে আল-আমিন হাওলাদার (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

বুধবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একতলা টিনশেড ভবনটি ভাঙা হচ্ছে। বুধবার অন্য শ্রমিকদের সঙ্গে সেখানে কাজ করছিলেন আল-আমিন। এ সময় পরিত্যক্ত ভবনটির ছাদের টিন খোলার পর একটি পিলার ভেঙে শ্রমিকদের ওপর পড়ে। এতে পিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আল-আমিন।  এ অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান,খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।