ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে লংমার্চের সমাবেশ শুরু

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

দিনাজপুর : তেল-গ্যাস বিদ্যুৎ ও বন্দর-খনিজ সম্পদ রা জাতীয় কমিটির সমাপনী সমাবেশ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টায় এই সমাবেশ শুরু হয়।

 

শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে লংমার্চ ফুলবাড়ীতে এসে পৌঁছে। এরপর বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উর্বশী সিনেমা হলের পাশে আয়োজিত মঞ্চে সমাবেশ শুরু হয়।

মঞ্চে উপস্থিত আছেন, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুলাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, বিমল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, আব্দুল মতিন তালুকদার, কমিটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, ফুলবাড়ী শাখার সদস্য সচিব আব্দুল মজিদ চৌধুরী, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান বিডি রহমতুল্লাহ, ক্ষেতমজুর সমিতির নাসির প্রমুখ।
 
সভাপতিত্ব করছেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল।

লংমার্চকে কেন্দ্র করে সমাবেশে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমাবেশে এক জন এএসপি, পাঁচ জন ম্যাজিস্ট্রেট, আট জন ইন্সপেক্টর, ১৮ জন সাব-ইন্সপেক্টরসহ প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া এলাকায় র‌্যাব মোতায়েন করা হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীসহ পার্শ্ববর্তী ৬ উপজেলার লোকজন সমাবেশে যোগদান করেছেন। এছাড়া ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের লোকজনও সমাবেশে যোগ দিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মহারাজা স্কুলের সামনে থেকে লংমার্চটি দুটি দলে বিভক্ত হয়ে, একটি চিরিরবন্দর, পার্বতীপুর, ভবানীপুর, ভায়া হয়ে খয়ের পুকুর হাট, ধুলাউধাল দিয়ে বড়পুকুরিয়া বাজারে প্রবেশ করে। সেখানে সংপ্তি বক্তব্য রাখেন বক্তারা। এরপর নেতৃবৃন্দ ময়েশপুর হয়ে ফুলবাড়ী ঢাকা মোড় দিয়ে উর্বশী সিনেমা হলের সামনে সমাবেশে যোগ দেন।

দিনাজপুর শহর থেকে আঞ্চলিক কমিটির একটি দল দিনাজপুর থেকে সড়কপথে আমবাড়ী হয়ে ফুলবাড়ীতে সমাবেশে যোগ দেয়।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।