ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় দুই মাইক্রোবাস ভর্তি ভারতীয় পোশাকসহ ৬ জন আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

সাতক্ষীরা : দুটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আটক করেছে সাতক্ষীরা বিডিআর। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ সময় ৬ জনকে আটক করা হয়েছে।



বিডিআর সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার সামসুদ্দীনের নেতৃত্বে একদল বিডিআর শহরের অদুরে বাঁকাল ব্রিজের কাছে ওৎ পেতে থাকে। ঢাকা মেট্রো চ-১১-৭৪০৮ ও ঢাকা মেট্রো-চ-১১-৮৪৭৬ নম্বর মাইক্রোবাস ঘটনাস্থলে এলে বিডিআর তাদের চ্যালেঞ্জ করে। পরে তল্লাশী করে গাড়িভর্তি ভারতীয় থ্রি পিচ উদ্ধার করে বিডিআর।
 
আটককৃতরা হলেন- জুরাইনের রনি আলমের পুত্র কবীর আলম ওরফে আব্দুল হান্নান (৪৫) চাঁদপুর জেলার মতলব পুরের আলী মিয়ার ছেলে কবির (২৭), কুমিল্লার দাউদকান্দির মোহন মিয়ার পুত্র মো. শরীফ, একই জেলার চৌদ্দগ্রামের মহরম আলীর পুত্র ড্রাইভার আবু তাহের ও ঢাকার দণি খাল এলাকার মোহর আলীর পুত্র ড্রাইভার শুকর আলী এবং কুমিল্লার মতলবপুর থানার মাছুরাখালী গ্রামের তাজুল ইসলাম।

তবে উদ্ধার করা মালামালের দাম এ রিপোর্ট লেখা পর্যন্ত বিডিআর সূত্র নিশ্চিত করতে পারেনি।

বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ