ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
মাগুরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

মাগুরা: মাগুরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  

রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় শহরের মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন শামীম কবির, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ বছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে অধ্যায়নরত সহ ২ লাখ ৪১ হাজার ৮১২ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ জন্য প্রতিটা বিদ্যালয়ে পৃথক ক্যাম্প স্থাপিত হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে পথ শিশুদের জন্য এ ধরনের ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।