ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাখাইয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবার পেল অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
লাখাইয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবার পেল অর্থ সহায়তা

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩টি পরিবারকে সরকারি অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদের উদ্যোগে এই সহায়তা বিতরণ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতের ঘূর্ণিঝড়ে এ উপজেলায় ধর্মপুর ও মশাদিয়া গ্রামে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

শনিবার উপজেলা পরিষদ ক্ষতিগ্রস্ত ৮৩টি পরিবারকে ১ লাখ ৮৬ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ৩ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৬৩ পরিবারকে ২ হাজার টাকা করে দেওয়া হয়।

সহায়তা দেওয়ার সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম এবং তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোমান মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।