ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে নেশার টাকার জন্য মা লাইলি বেগমকে নির্যাতন করার অভিযোগে ছেলে সাব্বির হোসেনকে (২৬) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (৬ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের সাহাপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে।

দণ্ডিত সাব্বির হোসেন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মাদকাসক্ত সাব্বির হোসেন ঢাকায় থাকতেন। গত কয়েকদিন আগে বাড়িতে আসে। বাড়িতে এসে প্রায়ই মায়ের কাছে নেশার টাকা চাইতেন। আর টাকা না পেলে মাকে মারধর শুরু করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও মায়ের কাছের নেশার টাকারসহ একটি মোটরসাইকেল কেনার টাকা চায়। লাইলি বেগম টাকা দিতে না চাইলে তাকে মারধর করেন।  

এ ঘটনায় মা লাইলি বেগম ওইদিন থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগ পাওয়ার পর উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্টেনের সামনে থেকে কিছু গাঁজাসহ তাকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ বায়েজিদুর রহমান তাকে তিন মাসের কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা করেন।  

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।