ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবুল কাশেমের ওপর হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপণ্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপির হরতাল চলাকালে পিডব্লিউডির তত্ত্ববধায়ক প্রকৌশলী আবুল কাশেমের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ প্রকৌশলীকে মঙ্গলবার সকাল ১১টার দিকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।



এ সময় তিনি আবুল কাশেমের চিকিৎসার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

সরকারের প থেকে তার চিকিৎসার সার্বিক ব্যয় বহন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “এ ধরনের ঘটনা নৃশংস ও ন্যক্কারজনক। ”

স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডা. মোদাচ্ছের আলী, পূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ ও স্কয়ারের এমডি তপন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১০
কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।