ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-ছেলের

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা মা-ছেলের মৃত্যু হয়েছে।
 
রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছোড়াউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম এবং ছেলে মতিউর রহমান।
 
স্থানীয়রা জানান, দৌলতপুরে ব্রিজের ওপর একটি অটোরিকশাটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জমিলা খাতুন ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে মতিউর গুরুতর আহত হন। এ অবস্থায় মতিউরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।