ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
দামুড়হুদায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা: সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাতিপোতা ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে (৪২) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা  করেছে সন্ত্রাসীরা ।
 
স্ত্রী ও মেয়ের সামনে রাত ১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় কয়েকজন গ্রামবাসী প্রতিরোধের চেষ্টা করলে সন্ত্রাসীরা ২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ও এলাকাবাসী বাংলানিউজকে জানায়, দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মফিজউদ্দিদের ছেলে মিজানুর রহমান দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত নাতিপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মসিউর রহমান জানান, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা  এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, মিজান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসাবে নিবার্চন করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এদিকে গ্রামবাসী অভিযোগ করেন, ঘটনার সমেয় একাধিকবার মোবাইল ফোনে পুলিশকে খবর দিয়েও  কোনও সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৮৩৪ ঘন্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।