ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তেজগাঁও এ র‌্যাবের `‌ক্রস ফায়ারে` নিহত ১

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের গলিতে সোমবার রাত সাড়ে ১১টায় র‌্যাবের কথিত ক্রসফায়ারে নজরুল ইসলাম খুকু (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

খুকু ঢাকার ২২/৮২ নদ্দাপাড়া, আশকোনা, দক্ষিণ খান এলাকার জয়নাল আবেদিনের ছেলে।



সোমবার রাত পৌনে বারোটায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ নজরুল ইসলাম খুকুর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়।

থানার উপ-পরিদর্শক মনির হোসেন বাংলানিউজকে জানান, নিহত খুকুর বুকে ২টি ও পিঠে ২টি গুলি বিদ্ধ হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাব-২ এর একটি দলের সঙ্গে খুকুর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র‌্যাব সূত্র তাকে জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, খুকুর বড় ভাই সাইদুল ইসলামও দুই বছর আগে কারওয়ান বাজার এলাকায় র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। এই দুই ভাইয়ের বিরুদ্ধেই কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময় : ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।