নেত্রাকোনা: নেত্রকোনার বারহাট্টা স্টেশনে মহুয়া এক্সপ্রেসের গার্ডকে চড় মারায় বারহট্টা থানার পুলিশ কনষ্টেবল প্রেমানন্দকে (৩০) শুক্রবার রাতে সাসপেন্ড করা হয়েছে।
বারহাট্টা স্টেশন মাস্টার হায়দার আলী বাংলানিউজকে জানান, ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের মহুয়া এক্সপ্রেস শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ স্টেশন থেকে ছাড়ার সময় কনস্টেবল প্রেমানন্দ রেলের গার্ডব্রেকে উঠতে চায়।
এ সময় গার্ড আব্দুল গফুর তাকে গার্ডব্রেকে উঠতে বাধা দেন। পরে প্রেমানন্দ রেলের যাত্রী কামরায় বসে বারহাট্টা স্টেশনে এসে নামেন।
রেল থেকে নামার পর প্রেমানন্দ গার্ডব্রেকে উঠতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গার্ড আব্দুল গফুরকে চড় মারেন।
এর প্রতিবাদে রেলের চালক রেলটি বারহাট্টা স্টেশনে থামিয়ে রাখেন।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, রেলের গার্ডকে চড় মারার অপরাধে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নির্দেশে কনস্টেবল প্রেমানন্দকে সাসপেন্ড করা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর