ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুন ২৯, ২০১০

বরিশাল : বরিশাল বাসমালিক সমিতির ডাকা ১০টি অভ্যন্তরীণ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকাল থকে ধর্মঘট শুরু হলেও জেলা প্রশাসকের মধ্যস্থতায় সন্ধ্যায় তা প্রত্যাহার করা হয়।

এর পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

বিকেলে জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক বরিশালের উজিরপুর-সানুহার-সাতলা রুটে মিনি কোস্টার চলাচল বন্ধ রাখার অনুরোধ করেন। ওই রুটের বাস মালিক নেতারা জেলা প্রশাসনের প্রস্তাব মেনে নেন। এর পরেই অভ্যন্তরীন ১০ রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান জানান, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারে সন্মত হন পরিবহন মালিক-শ্রমিকরা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনে মেট্রো পুলিশের উপকমিশনার ভানু লাল দাস, মো. মনিরুজ্জামান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. নুরুজ্জামান, বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মো. শাহে আলম খান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন প্রমুখ।

এরআগে বরিশাল বাসমালিক সমিতির ডাকে সকাল থেকে অভ্যন্তরীণ ১০টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। তবে দূরপাল্লার রুটে যান চলাচল স্বাভাবিক ছিল।

বরিশাল বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বরিশাল বাস মালিক সমিতিকে উপো করে বরিশাল-২ আসনের সরকার দলীয় সাংসদ মনিরুল ইসলাম মনি গত ১৬ জুন উজিরপুর-সানুহার-সাতলা রুটে বাস সার্ভিস চালু করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ ব্যাপারে সাংসদ মনিরুল ইসলাম মনির বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে দূরপাল্লার বাসমালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আলী কবির চান এ ধর্মঘট সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে রাস্তায় বের হয়ে অনেকেই ভোগান্তির শিকার হয়ে গন্তব্যে পৌঁছান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬২০ ঘণ্টা, ২৯ জুন ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।