ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ভিনদেশি পর্যটকরা

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
সুন্দরবনে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ভিনদেশি পর্যটকরা

সুন্দরবন থেকে ফিরে: ভ্রমণ প্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে সুন্দরবন। এ বনের দর্শনীয় স্থানে এখন পর্যটকের উপচে পড়া ভিড়।

পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবনে আসা পর্যটকদের মন কাড়ে সবুজের সমরোহে। সেই সঙ্গে নীল আকাশের কোলে সাদা কালো মেঘের ভেলা ও দখিনা বাতাসে দেহ মন শীতল করা। প্রকৃতির এই অপরূপ রাজকন্যা সুন্দরবনের যেদিকে তাকানো যায় সেদিকেই যেনো সুন্দরের সমারহ। এ বনে পর্যটকরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখে মুগ্ধ হচ্ছেন তারা। ভরা মৌসুমে সুন্দরবনের সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছেন বিদেশি পর্যটকরাও। পাশাপাশি তারা এ দেশি পোশাক পরে ভ্রমণ উপভোগ করছেন সুন্দরবনের পাশের গ্রামের মানুষের সঙ্গে।

এ বছর পর্যটক বেশি আসছেন বলে  জানালেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা। তারা বলছেন, সুন্দরবনে এবার পর্যটন মৌসুম শুরুর পর থেকে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। আগত পর্যটকদের মধ্যে বড় একটি অংশ ভিনদেশি।

সুন্দরী ইকো রিসোর্টের পরিচালক মো: সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাংলাদেশের আতিথেয়তা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরাই আমাদের স্বপ্ন। ঢাংমারি এমন একটা গ্রাম যেখানে গড়ে উঠেছে কিছু ইকো রিসোর্ট যাদের মাধ্যমে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা এখানে ভিলেজ ট্যুরিজমকে ডেভেলপমেন্ট ও কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রসারে কাজ করে যাচ্ছি। আমরা শতাধিক স্থানীয় লোকের কর্মসংস্থান করেছি পাশাপাশি স্থানীয় অংশীজনরাও লাভবান হচ্ছে সর্বোপরি এখানে আর্থিকভাবে স্থানীয়রা সরাসরি লাভবান হচ্ছেন।

তিনি আরও বলেন, গত দেড় মাসে জার্মান, চায়না, জাপান, পোল্যান্ড, ইন্ডিয়া মিলে আমরা ৩৪ জন বিদেশি পর্যটকে সেবা দিয়েছি। গ্রাম বাংলার সংস্কৃতির ও ঐতিহ্যকে তাদের কাছে তুলে ধরতে সকল আয়োজন করে থাকে টিম সুন্দরী। এ সময় গ্রামের রাস্তায় দেশীয় পোশাকে হাঁটতে দেখা যায় ভিনদেশিদের। গ্রামের লোকজনও তাদের গ্রামবাংলার আতিথেয়তা দিয়ে তাদেরকে বরণ করে নেয়।

হলিডেজ ট্যুরস এন্ড ট্রাভেলসের পরিচালক আবু ফয়সাল মোহাম্মদ সায়েম বাবু বাংলানিউজকে বলেন, দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন বেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। আর সেইদিক মাথায় নিয়ে আমরা আধুনিক ও বিলাসবহুল ক্রুজ জাহাজের মাধ্যমে পর্যটকদের উন্নতমানের পর্যটন সেবা দিচ্ছি।

তবে তিনি দাবি করেন সুন্দরবনে ভ্রমণে বিদেশি পর্যটকদের ভ্রমণ ফি কমালে আরও বেশি পর্যটক আসতো।

সুন্দরবনে ঘুরতে আসা জাপানিজ পর্যটক মি. মোকো বাংলানিউজকে বলেন, সুন্দরবনের গল্প শুনে সুন্দরবন দেখার আগ্রহ নিয়ে এসেছিলাম সুন্দরী ইকো রিসোর্টে তবে বন দেখার পাশাপাশি যে এতো সুন্দর গ্রাম ভ্রমণ এবং সংস্কৃতি ও ঐতিহ্য দেখতে পাবো তা আমরা আশা করিনি। আমাদের ট্যুর গাইড হিসেবে রিসোর্ট মালিক নিজেই দায়িত্ব পালন করেছেন এবং নিজের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছেন। আমার জন্মদিনে তারা খুব সুন্দর একটি আয়োজন করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

জার্মান পর্যটক মি. ম্যাক্সিলিয়ান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যা আমাদের ইতিবাচকভাবে অবাক করেছে। এখানে এখনও কোনও পর্যটন অবকাঠামো নেই, এমন একটি দেশ যেখানে পর্যটকরা বেড়াতে এলে লোকেরা এখনও খুশি হয়। অবশ্যই, এটি একটি সাধারণ ‘অবকাশের’ জন্য একটি দেশ নয়। তবে আপনি যদি সংস্কৃতি, মানুষ এবং উষ্ণতা পছন্দ করেন তবে আমরা প্রত্যেক ভ্রমণকারীর কাছে বাংলাদেশের সুপারিশ করতে পারি।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ১ সেপ্টেম্বর থেকে ইকো-ট্যুরিস্ট ও বনজীবীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। সেই হিসেবে ( ২৬সেপ্টেম্বর) পর্যন্ত করমজলে প্রায় শতাধিক বিদেশি পর্যটক এসেছেন। এ সময় সুন্দরবনের পরিবেশ দেখে বিদেশি পর্যটকরা মুগ্ধ হয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বাংলানিউজকে বলেন,  এ মৌসুমের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবনে ৪ হাজার ৯০৮ জন দেশি পর্যটক ও বিদেশি ৭২ জন পর্যটক এসেছেন। গত বছর এই ২৬ দিনে পর্যটক ছিল ২ হাজার ৩৩২ জন আর বিদেশি ছিল ৭ জন। এবছর সুন্দরবনে বেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমন বেড়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর  ২৭, ২০২৩
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।