ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুলাভাই গুলিবিদ্ধ

মোর্শেদ শাহরিয়ার,জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

নরসিংদী: সোমবার দুপুরে নরসিংদী শহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন এক স্কুল ছাত্রীর ভগ্নিপতি।

প্রত্যদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে শহরের ব্রাহ্মন্দী গালর্স স্কুলের ছাত্রী মীম মাধ্যমিকের নির্বাচনী পরীা শেষে দুলাভাই নজরুল ইসলামের সঙ্গে বাড়ি ফিরছিল।

পথে পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় স্থানীয় কয়েকজন বখাটে যুবক তাকে উত্ত্যক্ত করে।

এ সময় নজরুল ইসলাম প্রতিবাদ করলে একই মহল্লার মোতাহার হোসেনের পুত্র অতুল ও তার সঙ্গী বখাটেরা তাকে ল্য করে ৫ রাউন্ড গুলি করে।

গুলিবিদ্ধ নজরুলকে আশংকাজনক অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, নজরুল ইসলাম নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তদন্তচলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।